ডেঙ্গু: নতুন ১০ রোগী হাসপাতালে ভর্তি

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে আটজন ঢাকায় এবং দুজন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

অধিদপ্তরের দেয়া তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ২০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই চিকিৎসা নিচ্ছেন ১৮ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।