ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। আগামী বছরের জুনে ঢাকায় আসবে জনপ্রিয় ইংলিশ ক্লাবটি। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে প্রতিপক্ষ হিসেবে জুভেন্তাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো বড় দল আসতে পারে।

মূলত, আগামী বছরের ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে ‘মুজিববর্ষ’। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। তারই অংশ হিসেবে আসবে রেড ডেভিলরা। এ উপলক্ষে আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকালেই ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের প্রতিনিধি দল চলে এসেছেন ঢাকায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর ম্যাচের সূচি, প্রতিপক্ষসহ অন্যান্য বিষয়গুলো ঠিক করবেন তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী এ ক্লাবের প্রতিনিধি দলে আছেন ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান, দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী বছর ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশে এলে জাতীয় ফুটবল দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

আজকের বাজার/আরিফ