তথ্য নিরাপত্তার উচ্চ ঝুঁকিতে ৫২% ব্যাংক

দেশের ব্যাংকগুলোর ৫২ শতাংশই তথ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যার মধ্যে ১৬ শতাংশ ভয়াবহ মাত্রার নিরাপত্তা ঝুঁকিতে এবং ৩৬ শতাংশ উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

আজ বৃহস্পতিবার,৪ মে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি অপারেশন অব ব্যাংক’ বিষয়ক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় ব্যাংকের তথ্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অ্যাসোসিয়েট প্রফেসর মো. শিহাব উদ্দিন খান।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ শতাংশ ব্যাংক মনে করে, তাদের বর্তমান তথ্য নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ঠ নয়। উচ্চ ঝুঁকিতে রয়েছে তারা। ৩৬ শতাংশ ব্যাংক মনে করে, যেকোনো মুহূর্তে তাদের তথ্য হ্যাক হতে পারে। এছাড়া ৩২ শতাংশ ব্যাংকের মতে, কম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তারা।

ব্যাংকগুলোতে আইটি নিরাপত্তা বাড়াতে প্রতিবেদনে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে- আইসিটি অবকাঠামো, দক্ষতা উন্নয়ন, ডিসি এবং ডিআরএস ম্যানেজমেন্ট, বিজনেস কনটিনিউটি, সিকিউরিটি, আইটি গর্ভনেন্স, আইটি অডিট, নেটওয়ার্ক এবং ডাটা কমিউনিকেশন, ই-কমার্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইত্যাদির উন্নয়ন জরুরি।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। তিনি বলেন, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি আইটি সিকিউরিটি গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলোকে আইটি নিরাপত্তা বাড়াতে এবং সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ।

আজকের বাজার:এসএ/এলকে/ ০৪ মে,২০১৭