তুষার ইমরানের ১০,০০০ রান

প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রানের কীর্তি গড়লেন তুষার ইমরান। সোমবার বাংলাদেশ ক্রিকেটে লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এই কীর্তি গড়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার। সাভারের বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচে মাইল ফলকটি স্পর্শ করেন দক্ষিণাঞ্চলের এই ব্যাটসম্যান।

দশ হাজার রান থেকে ৩৫ রান দূরে থেকে এ ম্যাচ শুরু করেন তুষার। আগের ম্যাচেই খেলেছিলেন ১০৫ রানের ইনিংস। সোমবার মধ্যাঞ্চল টস জিতে আগে ফিল্ডিং বেছে নিলে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। কুয়াশার কারণে খেলা শুরু হয় দেরিতে। ২২ রানে দক্ষিণাঞ্চল ২ উইকেট হারালে উইকেটে আসেন ৩৪ বছর বয়সী তুষার। মাইলফলক ছুঁতে দর্শকদের অপেক্ষায় রাখেননি তিনি। দিনের খেলা শেষে তুষার ৪০ রানে অপরাজিত আছেন। ২ উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফিস অপরাজিত আছেন ৫৩ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার নিজেকে সবার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন অনেক আগেই। দশ হাজার রানের মাইল ফলক গড়লেন যখন, তখন নয় হাজার রানের কীর্তিও নেই কারো। নিজের ১৫৪তম প্রথম শ্রেণির ম্যাচে দশ হাজার রান পূরণ করলেন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও এটি। সর্বাধিক ২৫টি সেঞ্চুরির মালিক তুষার।

তুষার পর দ্বিতীয় স্থানে থাকা অলক কাপালি বিসিএলেই নিজের ১৫১তম ম্যাচ খেলতে নেমেছেন। এ ম্যাচের আগে ১৫০ ম্যাচে তার সংগ্রহ ৮৪৪০ রান। আট হাজারি ক্লাবে অলকের পর রয়েছেন রাজিন সালেহ। ১৪২ ম্যাচে তার সংগ্রহ ৮১৩৫ রান। এরপর সাত হাজার রান সংগ্রহকারীর তালিকায় রয়েছে ফরহাদ হোসেন ও মোহাম্মদ আশরাফুল। অর্থাৎ তুষার সবার থেকেই অনেক অনেক এগিয়ে।

আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭