তৃতীয় বিশ্বযুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করলেন ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করলেন।

ল্যাভরভ সোমবার রুশ বার্তা সংস্থার কাছে আলোচনায় কিয়েভের ধরনের সমালোচনা করেন। তিনি বলেন, সদিচ্ছারও সীমা আছে। কিন্তু এটি যদি পারস্পরিক না হয় তাহলে সেটা আলোচনার প্রক্রিয়ায় সহায়তা করে না।

ল্যাভরভ বলেন, কিন্তু আমরা জেলেনস্কির প্রতিনিধিদলের সাথে আলোচনা অব্যাহত রাখবো। তবে তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেন, ‘তিনি আলোচনার ভান করছেন। তিনি খুব ভালো অভিনেতা।’

ল্যাভরভ বলেন, কেউ যদি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো পড়ে ও শোনে তাহলে বুঝতে পারবে এর ভেতরে কতো হাজার দ্বন্দ্ব রয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি তৃতীয় বিশ্ব যুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, এই বিপদ মারাত্মক। এটি বাস্তব। আপনি একে খাটো করে দেখতে পারেন না। ইউক্রেনে চলমান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, একটি চুক্তির মধ্যদিয়েই এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আস্থাশীল।

তবে চুক্তিটি বাস্তবে পরিণত হওয়ার মুহূর্তে যে পরিস্থিতি থাকবে তার দ্বারা এর পরিমিতিগুলি সংজ্ঞায়িত হবে বলে তিনি উল্লেখ করেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান