দক্ষিণ কোরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে এবং নতুন করে আরও ১৬১ জন আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে‘নজিরবিহীন, শক্তিশালী’পদক্ষেপ নেয়া হবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এমন আহ্বানের পরও সোমবার পর্যন্ত দেশটিতে ভাইরাস আক্রান্ত মোট ৭৬৩ জনকে শনাক্ত করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। বিশ্বব্যাপী প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান