দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৭২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৪৪ বারে কোম্পানির এক লাখ ৪৮ হাজার ৬৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য এক কোটি ৭৯ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের ৪ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৮৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৮৪৩ বারে ১৩ লাখ ৭২ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপস ৭ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ১৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হা-ওয়েল টেক্সটাইল, বঙ্গজ, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি ইম্পলয়েস প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।