দর বাড়ার শীর্ষে ইসলামিক ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামিক ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৬৩ বারে ১ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৫২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৮৩৩ বারে ৫৯ লাখ ৮৩ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ১৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ২ টাকা ২ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ দর বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, এএফসি অ্যাগ্রো বায়োটেক, পূবালী ব্যাংক, বেঙ্গল উইন্ডসোর ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।