দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক

আজ বুধবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৮০ পয়সা ৫ টাকা বা ৭ দশমিক ৪৫ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৮৩ টাকা ৭০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৮০ লাখ টাকা আর মোট লেনদেন হয় ২১ লাখ ৮৭ হাজার ৮২২ টি ইউনিট।

এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ৮ টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১০৮ টাকা ৮০ পয়সায়। মোট লেনদেন হয় ১০ লাখ ৩ হাজার ১২০ টি শেয়ার। যার বাজার মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।

তৃতীয় স্থানে উঠে আসা স্টাইলক্রাফট লিমিটেডের দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৩৬ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৭৩ টাকায়। মোট লেনদেন হয় ১ লাখ ৭০ হাজার ৮ টি শেয়ার, যার বাজার মূল্য ৭ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা।

এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড, ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা