দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দিনাজপুরের বোচাগঞ্জে‘মাদক চোরাকারবারীদের’দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে‘গোলাগুলিতে’একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত আইয়ুব আলী (৫৫) কয়েকটি মামলার আসামি এবং উপজেলার রেল কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের ভাষ্য, সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশে শালবাগান এলাকায় অভিযানে যান ডিবি পুলিশের সদস্যরা। শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন তারা।

পুলিশ স্থানীয়দের জানমাল রক্ষায় ৭ রাউন্ড ফাঁকা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল দাবি করেন,‘নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফরিত ককটেল, ২টি লোহার হাসুয়া, ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান