দীর্ঘদিনের কোচ ডায়চেকে বরখাস্ত করেছে বার্নলি

রেলিগেশন খরায় থাকা প্রিমিয়ার লিগের ক্লাব শুক্রবার দীর্ঘদিনের কোচ সিন ডায়চেকে বরখাস্তের ঘোষনা দিয়েছে। ক্লারেটসরা বর্তমান প্রিমিয়ার লিগ টেবিলের ১৮তম স্থানে রয়েছে। এবার তারা মাত্র চারটি ম্যাচে জয়ী হয়েছে। মৌসুম শেষ হতে বাকি আর মাত্র আট ম্যাচ। এখনো তারা সেফটি জোন থেকে চার পয়েন্ট দুরে রয়েছে।

এ সম্পর্কে বার্নলির চেয়ারম্যান এ্যালান পেস এক বিবৃতিতে বলেছেন, ‘এবারের মৌসুমের ফলাফল খুবই হতাশাজনক। সত্যিকার অর্থেই এবারের মৌসুমটা দারুন কঠিন কেটেছে। মৌসুম শেষ হতে এখনো আটটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রিমিয়ার লিগের মর্যাদা ধওে রাখার জন্য সম্ভাব্য সেরা যে উপায়টি আমাদের হাতে ছিল তা হলো কোচ পরিবর্তন করা।’

৫০ বছর বয়সী ডায়চে গত বছর সেপ্টেম্বরে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। ২০১২ সালের অক্টোবরে বার্নলির দায়িত্ব নেবার পর প্রিমিয়ার লিগের কোন ক্লাবের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে ইতোমধ্যেই তিনি রেকর্ড গড়েছেন। দুইবার তার অধীনে ক্লারেটসরা চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ন হয়েছে। ২০১৮ সালে সীমিত বাজেট সত্তেও টার্ফ মুরে ইউরোপীয়ান ফুটবলকে ফিরিয়েছিলেন। কিন্তু এবার তার দল প্রায় পুরো মৌসুমে তলানির তিন দলের মধ্যে ছিল। গত সপ্তাহে আরেক তলানির দল নরউইচের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের অবনমন এখন সময়ের ব্যপার মাত্র। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান