দুই জেলায় কালবৈশাখী ঝড়

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় এবং বান্দরবান জেলায় কালবৈশাখী ঝড় বয়েছে। সোমবার ১৫ মে সকালে এই দুই জায়গায় কালবৈশাখী ঝড়ে প্রায় দুইশতাধিক ঘর-বাড়িসহ বিভিন্ন স্থানের গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে পড়েছে সড়কের উপর।

মুন্সীগঞ্জের স্থানীয় শাহ আলম নিতুল জানান, সকাল ৮টার দিকে কালবৈশাখী ঝড়ে শ্রীনগরের কোলাপাড়া, রাঢ়িখাল, তিনদোকান, বালাসুর, বাঘরা, ভাগ্যকুল, এলাকায় প্রায় পঞ্চাশটি দোকান ও দেড়শতাধিক ঘরবাড়ি ছিন্নভিন্ন হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

অপরদিকে, বান্দরবানের পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু জানিয়েছেন, সকালে সাড়ে ৯টার দিকে হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে তুমুল ঝড়ো বাতাস বয়ে যায়। এতে জেলা শহরের বালাঘাটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এলাকায় রাস্তার উপরে বড় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটির তার সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বান্দরবানের সঙ্গে বালাঘাটা এবং রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ চার ঘণ্টা ধরে বন্ধ ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, সড়কের উপর থেকে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছে। বৃষ্টি ও ঝড়ো বাতাসে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে উপড়ে পড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭