দুই রাজ্যের বিরুদ্ধে ট্রাম্পের অপারেশন লিজেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্রের দুটি রাজ্যের বিরুদ্ধে অপারেশন লিজেন্ড ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার সহিংসতা দমনে কয়েকটি শহরে ফেডারেল আইন প্রয়োগকারী সদস্যের পাঠানোর কথা ব্যক্ত করে এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন লিজেন্ড। খবর ভয়েস অব আমেরিকা’র। 

দুই সপ্তাহ আগে মিসৌরি’র কানসাসে ২০০ জনকে গ্রেফতারের পর এই ফেডারেল অ্যাকশন নেয়া শুরু হয়।

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ঘোষণা করেন যে, এই অভিযান নিউ মেক্সিকো’র আল বাকারকি রাজ্য পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। শিকাগোতে ২০০ এবং আল বাকারকিতে ৩৫জন ফেডারেল এজেন্টসদের পাঠানো হচ্ছে। শিকাগো’র মেয়র, লরি লাইটফুট প্রেসিডেন্টের ঘোষণা ও অভিযানকে রাজনৈতিক ‘ধাপ্পাবাজি’ বলে উল্লেখ করেছেন।