দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৮ জন।
আজ ৯ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। আগের ২৪ ঘন্টায় ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭৫৯ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। আজ তা কমে হয়েছে ৪ দশমিক ০১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫৭ জন। শনাক্তের হার ৪ দশমিক ০৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গতকাল এই জেলায় ২ জন মারা গিয়েছিল।
আজ ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। সুস্থতার হার ৯৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৭২ শতাংশ।