দেশে করোনা আক্রান্তের দশ শতাংশ রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে

দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে নব্বই ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন, বাকি দশ শতাংশ রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে।

মৃদু ও মাঝারি উপসর্গ থাকা রোগীদের বাসা-বাড়িতে বিচ্ছিন্ন থেকে চিকিৎসা নেয়ার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে করোনা জয় করছেন অনেকে।

অধিদপ্তরের হিসাবে দেশে শনাক্ত মোট রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দশ ভাগ। বাকিদের চিকিৎসা চলছে বাসা-বাড়িতেই।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে ৯০ ভাগ রোগীই বাসায় চিকিৎসা নিচ্ছেন আর দশ ভাগের কিছু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।প্রায় তিন হাজারের মত কোভিডে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হটলাইনে ফোন করলেই বাসায় থাকা রোগী ও সন্দেহভাজনদের চিকিৎসা পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক গড়ে এক লাখ ফোনকল পাচ্ছে তারা। পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন হাসপাতালের টেলিমেডিসিন সেবাও।