দেশে পৌঁছেছে ফাইজারের আরও ১০ লাখ টিকা

The Olympic Rings are seen in front of the skyline during sunset one night ahead of the official opening of the Tokyo 2020 Olympic Games in Tokyo, Japan, July 22, 2021. REUTERS/Kai Pfaffenbach TPX IMAGES OF THE DAY

বিশ্বজুড়ে সকলের জন্য টিকা নিশ্চিতে কোভ্যাক্স ফ্যাসিলিটির সহায়তায় যুক্তরাষ্ট থেকে আরও ১০ লাখ ফাইজার টিকা দেশে এসে পৌঁছেছে। বুধবার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমান বন্দরে টিকাগুলো বিশেষ ব্যবস্থায়া এসে পৌঁছায়।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারএ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ৫০ কোটি টিকা কোভ্যাক্স কর্মসূচির আওতায় সরবরাহ করার অংশ হিসেবে এবার ১০ লাখ ৩ হাজার ডোজ টিকা বাংলাদেশে পাঠালো।

টিকাগুলো আল্ট্রা লো ফ্রিজিং সেন্টার সমূহে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসে আরও ৫০ লাখ ফাইজার-বায়োনটেক ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান