দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে জাহিন স্পিনিং লিমিটেড

অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৯ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা।

এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ছিল ৪৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০ পয়সা।আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯৮ পয়সা।

আজকের বাজার/এমএইচ