ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন ধষর্ণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়ে মনববন্ধন করেছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে দুই বছরের শিশু পর্যন্ত কেউ ধর্ষক নামধারী হায়নাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমরা এ ধরনের নির্যাতন-নিপীড়নের অবসান চাই। ধর্ষণ, হত্যা ও সব ধরনের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টাকে বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুতবিচার, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্য সচিব আলি জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাজার/ এমএইচ