নতুন বছরের বর্ষবরণের রাতেও কাশ্মীরের বিস্ফোরণ

বর্ষবরণের রাতে গোটা ভারত যখন উৎসবে মেতেছিল ঠিক তখনই বিস্ফোরণে কেঁপে উঠল ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীর। উপত্যকাটির পুঞ্চ সেক্টরে ঘটা বিস্ফোরণে এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের তথ্য জানা গেলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনার পরপরই পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলটিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। অভিযুক্তদের সন্ধানে এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিস্ফোরণের পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকায় জারি করা হয় হাই অ্যালার্ট।

রাজ্যের অন্য কোথাও জঙ্গিরা কোনো ল্যান্ডমাইন পুঁতে রেখেছে কি না, এবার সেটাও দেখা হচ্ছে। একই সঙ্গে জঙ্গিদের লুকানোর স্থানগুলোতেও চালানো হচ্ছে সেনা অভিযান।

উল্লেখ্য, বর্ষবরণের রাতে পাকিস্তানি জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে বলে আগেই সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। সে মোতাবেক সীমান্তে কড়া নজরদারি শুরু করে ভারতীয় জওয়ানরা। ব্যাপক ঠান্ডার মধ্যেই চলছে নজরদারি।

আজকের বাজার/আরিফ