নতুন শো, সি সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

প্রতীক্ষিত শো ‘আস্ক রিয়েলমি’-এর পাশাপাশি সি সিরিজের নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।

টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ডটির বাজারে আনতে যাওয়া নতুন ফোনে ব্যবহারকারীদের সারা দিনের স্মার্টফোন ব্যবহারের জন্যে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ছাড়াও অত্যাধুনিক সব ফিচার থাকছে। নতুন এ ফোনে বিশাল ডিসপ্লে ও ট্রিপল এআই রিয়ার ক্যামেরা সেটআপে সর্বাধুনিক সব ফিচার নিয়ে আসছে রিয়েলমি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগমী ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় আস্ক রিয়েলম শোয়ের প্রথম পর্বে সি সিরিজের এ স্মার্টফোন উন্মোচন করা হবে।

আস্ক রিয়েলমি শোতে ব্যবহারকারীদের সাথে তথ্য বিনিমিয়, প্রশ্নের উত্তর এবং ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সর্বশেষ আপডেট দেবেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এছাড়া শোয়ের মাধ্যমে রিয়েলমির আকর্ষণীয় সব অফারের বিষয়েও জানানো হবে। ফেসবুকে ‘রিয়েলমিবিডিকমিউনিটি’-তে গিয়ে রিয়েলমি ফ্যানরা প্রশ্ন পোস্ট করতে পারবেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ফ্যানদের জন্য বিশেষ ডিল অফার দেবে রিয়েলমি। তাছাড়া, ইউটিউব চ্যানেলে আস্ক রিয়েলমির পর্বগুলো দেখতে পাওয়া যাবে।

আস্ক রিয়েলমির প্রথম পর্বেই রিয়েলমি সি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করা হবে। নিজস্ব মূল্যতালিকায় সবসময় সর্বাধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে সি সিরিজের ফোনগুলো বাজারে আনা হয়। সি সিরিজের নতুন এ ফোনে থাকা বিশাল ব্যাটারি ৫৭ দিনের লম্বা সময় স্ট্যান্ডবাই সুবিধা দিবে। ফোনটিতে প্রয়োজনীয় গতির জন্য শক্তিশালী প্রসেসরের সাথে পাওয়ার সেভিং মোড থাকবে। ২০:৯ রেশিওর ৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে, নাইটস্কেপ মোডের সাথে ট্রিপল এআই ক্যামেরা, ডুয়েল মোড মিউজিক শেয়ার, ৩-ফিঙ্গার স্ক্রিনশট, অনন্য ডার্ক মোড এবং আরও নানা ফিচার থাকবে।

২০১৮ সালের মাঝামাঝি থেকে প্রযুক্তিপ্রেমী তরুণদের হাতের নাগালে সেরা ডিভাইস নিয়ে আসা রিয়েলমি এরই মধ্যে বিশ্বব্যাপী ৬১টি দেশে সাড়ে ৪ কোটি ব্যবহারকারীর হাতে পৌঁছে গেছে।