নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাত দলের হামলায় ৪৭ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যে কৃষিকাজের সাথে জড়িত বিভিন্ন গ্রামে ডাকাত দলের সমন্বিত ভয়াবহ হামলায় ৪৭ জন নিহত হয়েছে। রোববার প্রেসিডেন্টের দপ্তর ও স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র হাম্বো ইসাহ জানান, মোটরসাইকেলে করে আসা ডাকাত দলের সদস্যরা গ্রামগুলোতে ‘সুসংগঠিত ও এক সাথে এসব হামলা’ চালায়।
তিনি আরো জানান, দুতসেনমা, দানমুসা ও সাফানা জেলার বিভিন্ন গ্রাম লক্ষ্য করে শনিবার ভোরের আগে এসব হামলা চালানো হয়।
প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির মুখপত্র এক বিবৃতিতে এসব হামলার খবর নিশ্চিত করে ‘লুণ্ঠনকারী’ হিসেবে পরিচিত এসব বন্দুকধারীর এমন কর্মকান্ডের কঠোর নিন্দা জানিয়েছেন।
ইসাহ জানান, রোববার ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এসব সদস্যদের মধ্যে সৈন্য ও পুলিশ রয়েছে।