নাইজেরিয়ায় বিমান হামলায় ৭০ সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
দেশটির বিমান বাহিনী রোববার এ কথা জানিয়ে বলেছে, নাইজার সীমান্তবর্তী উত্তরাঞ্চলে তাদের হামলায় ইসলামিক স্টেটের ৭০ এরও বেশি সহযোগী যোদ্ধা নিহত হয়েছে।
ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স(এসডব্লিউএপি) এর যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সংগঠনটি নাইজেরিয়ায় ২০১৬ সাল থেকে সক্রিয় রয়েছে।
দেশটিতে বোকো হারামসহ এই দুই সংগঠনের চলমান সহিংসতায় গত এক দশকে ৪০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি এবং ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
নাইজেরিয়া সেনাবাহিনীকে গত ১২ বছর ধরে জিহাদী বিদ্রোহ মোকাবেলা করতে হচ্ছে।