নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রধান নিরাপত্তা কর্মকর্তা!

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা নিরাপত্তা শঙ্কা ও হুমকিতে রয়েছেন। গতকাল বুধবার বিকেলে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

রাশিদা সুলতানা বলেন, ‘কিছুদিন ধরে অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাকে ভাবনায় ফেলেছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাওলায় সিভিল অ্যাভিয়েশন অফিসার্স কোয়ার্টারের বাসার গ্যারেজ থেকে আমার সরকারি জিপটি বের করা হয়। আমি গাড়িতে ওঠার আগে এর সামনের ডান পাশের চাকাটি খুলে যায়। অথচ মাত্র ১৫ দিন আগে গাড়ির নতুন চারটি চাকা লাগানো হয়।’

রাশিদা সুলতানা বলেন, ‘তা ছাড়া বিভিন্ন সময় আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িতরাসহ সুবিধা আদায় করতে না পেরে অনেকেই হুমকি দিয়ে যচ্ছে। তাই থানায় আমি জিডি করতে বাধ্য হলাম।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান রাশিদা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে গাড়িটিও পরীক্ষা করাসহ গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে।

এমআর/