‘নিহত ৩০ জনের মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে’

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩০ জনের ময়নাতদন্ত শেষে ৮ জনের পরিচয় মিলেছে। আজ বৃহস্পতিবার ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. প্রমোদ শ্রেষ্ঠা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এছাড়া ঝলসে যাওয়ার কারণে বাকি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। যদি কোনোভাবেই শনাক্ত করা না যায়, তবে নিহতের ডিএনএ পরীক্ষা করা হবে।

এদিকে নিহতদের ডিএনএ’র নমুনা সংগ্রহের জন্য ৬ সদস্যের মেডিকেল টিম ও দুইজন সিআইডি কর্মকর্তা সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। অন্যদিকে, আহত ১০ বাংলাদেশির মধ্যে ৭ জনকে কাঠমান্ডু ছাড়ার অনুমতি পেয়েছেন।

আর নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন তারা।

আজকেরবাজার/এস