নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে ৬০টি ঘর পুড়ে গেছে

জেলার জলঢাকা উপজেলায় অগ্নিকাণ্ডে ১৯ পরিবারের ৬০টি ঘর পুড়ে গেছে। গতকাল রাতে শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ দিঘলটারী গ্রামে ঘটনাটি ঘটে।
শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক জানান, রাত ১০টার দিকে গ্রামের নারায়ণ রায়ের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় গ্রামের ১৯ পরিবারের ৬০টি ঘর, ঘরে রক্ষিত মালামাল, আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী ও জলঢাকা দমকলবাহিনী দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে প্রতিটি পরিবারকে এক বা-িল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।
নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, রাতেই উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়ে।