নেপালে মাঝারি মাত্রার ভূমিকম্প

নেপালে সোমবার ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৬।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সমুদ্র পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে এভারেস্ট পার্বত্য অঞ্চলের কাছে সোলুকুম্বু এলাকায়।

জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।

২০১৫ সালের এপ্রিলে দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সেখানে রিখটার স্কেলে চার বা তারও বেশি মাত্রার আফটার শক হচ্ছে। সোমবারের ভূমিকম্প এ আফটার শকেরই একটি অংশ। এ নিয়ে ২০১৫ সালের এপ্রিলের পর ৪৭৫তম আফটার শক আঘাত হানলো।

সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কাঠমান্ডুসহ নেপালের মধ্য ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে ভূ-কম্পন অনুভূত হয়েছে।

সুত্র: বাসস