নড়াইলে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু আগামীকাল

জেলায় এক্সিম ব্যাংক ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে শুরু হচ্ছে।এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার, রাঙ্গামাটি জেলা, দিনাজপুর জেলা, জামালপুর জেলা, মাদারীপুর জেলা, গোপালগঞ্জ জেলা, নওগাঁ জেলা, ফরিদপুর জেলা, ঢাকা জেলা, বাংলাদেশ পুলিশ, পঞ্চগড় জেলা ও নড়াইল জেলা দল অংশগ্রহণ করবে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব আশিকুর রহমান মিকু।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ফকরুল হাসান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন,কার্যনির্বাহী সদস্য মো: মকবুল হোসেন, আয়েশা জামান খুকী, কামরুন নাহার হীরু প্রমূখ।
আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল, ১৯ ফেব্রুয়ারি ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণী এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।জাতীয় পর্যায়ের এ খেলাকে কেন্দ্র করে নড়াইল সেজেছে বর্ণিল সাজে।