নড়াইলে ৪ হাজার ৩১২ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হবে

চলতি বছর জেলার ৩ উপজেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪ হাজার ৩১২ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। সরকার নির্ধারিত মূল্যে ৪০ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে। চুক্তিবদ্ধ মিল মালিকরা সরকার নির্ধারিত এ দামে সরকারি খাদ্য গুদামে চাল বিক্রির সুযোগ পাচ্ছেন।
নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নড়াইল সদর উপজেলায় ২ হাজার ২৯২ মেট্রিক টন চাল, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৭১৪ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় ৩০৬ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল হাসান জানান, সরকার নির্ধারিত মূল্যে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান চলমান রয়েছে। এ বছর চালের প্রতি কেজির মূল্য ৪০টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৭ মে থেকে শুরু হওয়া চাল সংগ্রহ অভিযান আগামি ১৬ আগষ্ট পর্যন্ত চলবে বলে তিনি জানান।