পতাকাবিহীন নাম্বার ওয়ান মেদভেদেভ

সোমবার প্রকাশিত এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী তালিকার সবকিছু অপরিবর্তিত থাকলেও কেবলমাত্র একটি স্থানে পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ নিজের শীর্ষস্থানটি ধরে রাখলেও তার নামের পাশে পতাকা উঠিয়ে দেয়া হয়েছে। তালিকায় সেখানে একটি সাদা ত্রিভুজ আঁকা রয়েছে। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদেই এটিপি এই সিদ্ধান্ত নিয়েছে।

গত সপ্তাহে এক বিবৃবিতে এটিপি ও ডব্লিউটিএ জানিয়েছিল রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়রা যেকোন প্রতিযোগিতায় খেলতে পারবে। কিন্তু কোথাও কোন জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেনা। রুশ তারকা মেদভেদেভ গত সপ্তাহে নোভাক জকোভিচকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী রুশ তিন খেলোয়াড় আন্দ্রে রুবলেভ এক ধাপ নীচে নেমে সপ্তম স্থানে, আসলান কারাসেভ ২২তম স্থানে ও কারেন খাচানভ এক ধাপে নীচে নেমে ২৬তম স্থানে অবস্থান করছে। এদের সবারই জাতীয়তা তালিকা থেকে সড়িয়ে ফেলা হয়েছে। পতাকাবিহীন ভাবে তালিকায় আরো রয়েছেন দুই ধাপ উপরে উঠে ৪১ তম স্থানে থাকা বেলারুশিয়ান ইলেয়া ইভাসকা। শীর্ষ ১০০ জনের মধ্যে কোন ইউক্রেনিয়ান খেলোয়াড় নেই। জুনের পর থেকে কোন ম্যাচ না খেলেই শীর্ষ ৫০’এ উঠে এসেছেন অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান