পদ্মাসেতুর কাজের ৭৭ ভাগ অগ্রগতি হয়েছে: কাদের

পদ্মাসেতুর কাজের ৭৭ ভাগ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অগ্রগতি পর্যালাচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর কাজের অগ্রগতি হয়েছে ৭৭ ভাগ। এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে। ২৪ নম্বরটিও বসে যাবে ১০ তারিখ।

করোনাভাইরাসের কারণে চীনে গিয়ে আটকা পড়েছেন সেতুর অনেক কর্মকর্তা-কর্মচারী। এ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত। তাদের মধ্যে ৩৩২ জন নববর্ষের ছুটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে ৩৩ জন ফিরেছেন। এরমধ্যে ৮ জন শঙ্কামুক্ত থাকলেও বাকিরা পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত চীনাদের জন্য সমস্যা না হলেও, সমস্যা হবে দুই মাস পরে। অর্থাৎ এ সেতুতে কর্মরত চীনা নাগরিকরা আগামী দুই মাসের মধ্যে না ফিরলে কিছু সমস্যা হবে।

জুলাইয়ের মধ্যে কোনো প্রকার অসুবিধা না হলে সব স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আজকের বাজার/এমএইচ