পনেরো বছরের রেকর্ড ভাঙতে চলেছেন রশিদ খান

আফগান লেগ-স্পিনার রশিদ খানের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।

আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমবার অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব প্রদান করবেন রশিদ খান।

ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এক অনন্য রেকর্ডের অধিকারী হবেন আফগান লেগ-স্পিনার রশিদ খান।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তিন ফর্ম্যাটেই আফগানদের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রশিদ খান।

স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে নতুন অধিনায়ককে।

অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই তাতেন্দা তাইবুকে ছাপিয়ে বিশ্বক্রিকেটের কনিষ্ঠ তম ক্রিকেট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। অর্থাৎ জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে তাইবুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হতে চলেছে রশিদের হাত ধরে।

২০০৪ তাতেন্দা তাইবু ২০ বছর ৩৫৮ দিনে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের দায়িত্বভার গ্রহণ করে সেট করেছিলেন নতুন রেকর্ড, যা অক্ষত ছিল বিগত ১৫ বছর। বৃহস্পতিবার ২০ বছর ৩৫০ দিনে জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ককে টপকে নতুন
রেকর্ড করতে চলেছেন রশিদ।

আজকের বাজার/লুৎফর রহমান