পরবর্তী টি২০ অধিনায়ক সাকিব ?

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের আগে হঠাৎই অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই গুঞ্জন শুরু হয়েছে, কে হবেন মাশরাফির উত্তরসূরি? কেননা এ মুহূর্তে দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন এ দায়িত্ব নেবার মত। তবে শেষ পর্যন্ত এ দায়িত্বের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

কলম্বোয় মিডিয়ার সঙ্গে আলাপকালে পাপন নিজেই জানিয়ে দিলেন বাংলাদেশের পরবর্তী টি২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। বেসরকারি টিভি চ্যানেল২৪ এবং চ্যানেল নাইন বিসিবি সভাপতির বরাত দিয়ে ইতোমধ্যে এ সংবাদ প্রচার করছে।

মাশরাফি এ অব্দি ২৭টি টি২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে তিনি সর্বোচ্চ ৯ ম্যাচে জয় এনে দিয়েছেন দেশকে।

এদিকে সাকিব আল হাসান এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক থাকাকালে টি২০-তে নেতৃত্ব দিয়েছিলেন ৪ ম্যাচে। ২০০৯ এবং ২০১০ সালে ওই চার ম্যাচের কোনোটিতেই অবশ্য জিততে পারেনি টাইগাররা।