পরমাণু চুক্তি নিয়ে শিগগিরই বৈঠকে বসবেন ট্রাম্প-রুহানি

পরিস্থিতি ঠিক থাকলে নতুন করে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে শিগগিরই বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে সোমবার ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘‘ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে ‘ইতিবাচক মনোভাব’ রয়েছে।’’

এদিকে, ইরানের পারমাণবিক কার্যক্রম সীমাবদ্ধ করার জন্য ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছিল, সে চুক্তি থেকে ওয়াশিংটন গত বছর সরে আসার পর থেকে ইরান ও আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে।

ট্রাম্প আরো বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি যে, ইরান একটি মহৎ জাতি। তবে, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। বৈঠকে রাজি হওয়ার আগে দু’দেশের ইতিবাচক মনোভাব থাকতে হবে।’
সোমবার রুহানি জানান, ইরান উপকৃত হলে যে কারো সঙ্গেই তিনি বৈঠক করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, ‘আমি যদি নিশ্চিত হতে পারি কারো সঙ্গে বৈঠক করলে তা আমার দেশের উন্নয়নে সহায়ক হবে এবং জনগণের সমস্যার সমাধান হবে, তাহলে আমি তা করতে দ্বিধা করব না।’

এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বৈঠক বাস্তবায়িত হবে।’

আজকের বাজার/এমএইচ