পরিচ্ছন্নতা, সবুজায়ন ও গার্ডেনিং কর্মসূচি চালুর উদ্যোগ নিচ্ছে ‘ক্লিন গ্রিন বাংলাদেশ’

দেশব্যাপী পরিচ্ছন্নতা, সবুজায়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ডেনিং কর্মসূচি চালুর উদ্যোগ নিচ্ছে সামাজিক ওপরিবেশবাদী সংগঠন ‘ক্লিন গ্রিন বাংলাদেশ’। ‘দেশ আমাদের দায়িত্বও আমাদের’ এ স্লোগান সামনে রেখে আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুলঅ্যান্ড কলেজে সংগঠনটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ৫০০ শীতকালীন বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে শপথবাক্য পাঠ, ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, হাত ধোয়াসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্লিন গ্রিন বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদান করছে সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন।

কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির সভাপতি সিরাজুল ইসলাম খান (সূর্যখান), এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মো. মহসীন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফোরকান হোসেন।অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অধ্যক্ষ ফারজানা ইয়াসমিন।