পরীক্ষার জন্যে মেক্সিকোয় ২ হাজার ডোজ করোনার টিকা পাঠাচ্ছে রাশিয়া

MOSCOW, RUSSIA - AUGUST 12, 2020: Ampoules with a COVID-19 vaccine developed by the Gamaleya Scientific Research Institute of Epidemiology and Microbiology of the Russian Healthcare Ministry. Gam-COVID-Vac is a vector two-component adenovirus based vaccine. The vaccine will be available to general public on January 1, 2021. Mikhail Japaridze/TASSÐîññèÿ. Ìîñêâà. Âàêöèíà äëÿ ïðîôèëàêòèêè íîâîé êîðîíàâèðóñíîé èíôåêöèè COVID-19, ðàçðàáîòàííàÿ Íàöèîíàëüíûì èññëåäîâàòåëüñêèì öåíòðîì ýïèäåìèîëîãèè è ìèêðîáèîëîãèè èìåíè àêàäåìèêà Í.Ô. Ãàìàëåè Ìèíçäðàâà Ðîññèè. Ãàì-ÊÎÂÈÄ-Âàê - âåêòîðíàÿ äâóõêîìïîíåíòíàÿ âàêöèíà íà îñíîâå àäåíîâèðóñà ÷åëîâåêà.  ãðàæäàíñêèé îáîðîò ïðåïàðàò ïîñòóïèò 1 ÿíâàðÿ 2021 ãîäà. Ìèõàèë Äæàïàðèäçå/ÒÀÑÑ

রাশিয়া মানব শরীরে তৃতীয় ধাপের পরীক্ষার জন্যে তাদের তৈরি স্পুটনিক ভি করোনার টিকার ২ হাজার ডোজ মেক্সিকোয় পাঠাবে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবার্ড এ কথা জানান।
আল ইউনিভার্সেল পত্রিকায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর জন্যে মেক্সিকোকে ২ হাজার ডোজ করোনার টিকা দেয়ার প্রস্তাব করেছে রাশিয়া। সেপ্টেস্বরে এ পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রাশিয়া স্পুটনিক ভি নামের করোনা টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে বিশ্বে এ ক্ষেত্রে প্রথম দেশের খাতায় নাম লেখায়।