পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়র বোর্ডের অধীনে সরকারী চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড কনফারেন্স হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, সদস্য বাস্তবায়ন মোঃ হারুনুর রশীদসহ আরও অনেকে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইনী জটিলতা নিরসন ও কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য সচিব মোসাম্মৎ হামিদা বেগম। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন আইন, ধারা উপ ধারা এবং কর্মচারীদের পেনশন ও বেতন কাঠামো নিয়ে আলোচনা করা হয়। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান