পাসের হারে এগিয়ে রাজশাহী

ছবি : ইন্টারনেট

২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। ওই শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসিতে অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০ দশমিক ৭০ শতাংশ। আর পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। ওই শিক্ষাবোর্ডের ৫৯ দশমিক ০৩ শতাংশ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় পাস করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসিতে অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০ দশমিক ৭০ শতাংশ; পাসের হারে যা এবারের সর্বোচ্চ। পাসের হারের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা শিক্ষাবোর্ড; এবার এ শিক্ষাবোর্ডের ৮৬ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

অন্য ৬টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের তালিকায় তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ওই শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসিতে অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডের ৮৩ দশমিক ৯৮ শতাংশ; সিলেট শিক্ষাবোর্ডের ৮০ দশমিক ২৬ শতাংশ; যশোর শিক্ষাবোর্ডের ৮০ দশমিক ০৪ শতাংশ; বরিশাল শিক্ষাবোর্ডের ৭৭ দশমিক ২৪ শতাংশ এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের ৫৯ দশমিক ০৩ শতাংশ পরীক্ষার্থী এবারের এসএসসিতে পাস করেছে।

মাদ্রাসা ও কারিগরিসহ সার্বিকভাবে ১০ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে তৃতীয় স্থান দখল করেছে মাদ্রাসা বোর্ড। ওই বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬ দশমিক ২০ শতাংশ। আর কারিগরি বোর্ডের অধীনে এবারের ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ৭৮ দশমিক ৬৯ শতাংশ পাস করেছে।

আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭