‘পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেব না’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেয়া হবে না।
তিনি বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনেভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেবো না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়া হবে।’
আজ দুপুরে রাজধানীর চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।