প্রসাব চেপে রাখেন? তাহলে সাবধান!

অনেক সময় কাজে ব্যস্ত থাকার কারণে, কখনো উপযুক্ত জায়গা বা সুযোগ না পাওয়ার জন্য প্রস্রাব চেপে রাখেন অনেকেই৷ কিন্তু দীর্ঘদিন ধর এই ভাবে প্রস্রাব চেপে রাখতে রাখতে তার কি ভয়ানক প্রভাব আপনার শরীরের ওপর পড়ছে তা কি জানেন?

ভয়ানক প্রভাব সম্পর্কে না জানা থাকলে একবার নিচের লেখাতে চোখ বুলিয়ে নিন৷ হয়তো তাতে কিছু সাবধান হওয়ার চেষ্টা করবেন। বা অন্যকেও সতর্ক করতে পারবেন৷

# মূত্রত্যাগ না করে তা চেপে রাখলে, প্রস্রাবের সময় গুরুতর ব্যথা অনুভব করতে পারে৷

# কিডনিতে চাপ সৃষ্টি হয়ে তা ক্ষতিগ্রস্ত হতে পারে৷

# মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷

# একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্লাডার দুই কাপের মতো মূত্র ধারণ করতে পারে। এরপরেই আমাদের মস্তিষ্কে সিগন্যাল যায় যে এখন ব্লাডার খালি করতে হবে। এ সিগন্যাল উপেক্ষা করলে ব্লাডারের সিলিন্ড্রিক্যাল স্ফিঙ্কটার খুব শক্ত হয়ে বন্ধ হয়ে থাকে যাতে কোনো তরল বের হতে না পারে। এই অবস্থায় ব্লাডার ফেটেও যেতে পারে।

# সাধারণত নারীরা ৩-৬ ঘন্টা মূত্র চেপে রাখতে পারেন। কিন্তু প্রতিটি মানুষের ক্ষেত্রে এই সময়টি আলাদা আলাদা হয়। তাই যত দ্রুত সম্ভব ব্লাডার খালি করে ফেলুন৷ শরীরের সুস্থতাই প্রথম এবং শেষ কথা৷

আজকেরবাজার/এসকে