ফাইজারের তৈরি কোভিড থেরাপিউটিক পিল যুক্তরাষ্ট্রের ক্রয় দিগুণ করছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনাভাইরাসের সবচেয়ে খারাপ প্রভাব মোকাবেলা পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সরকার ফাইজারের নতুন থেরাপিউটিক পিল ক্রয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি দেখভালের দায়িত্বে নিয়োজিত তার হোয়াইট হাউস টিমের সাথে এক বৈঠকে বাইডেন বলেন, নতুন এ ক্রয় আদেশের আওতায় এ পিলের মজুদ এক কোটি থেকে দ্বিগুণ বাড়িয়ে দুই কোটি করা হবে।
তিনি বলেন, ‘এসব পিল হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার নাটকীয়ভাবে হ্রাস করছে। আমরা ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম ক্রয় আদেশ দিয়েছি। এর আওতায় থেরাপিউটিক পিলের ক্রয় এখন আমি দ্বিগুণ করছি।’
এফডিএ নিয়ন্ত্রক সংস্থা গত ২২ ডিসেম্বর ফাইজারের পক্সলোভিড ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
প্রাথমিকভাবে সরকার করোনাভাইরাস মোকাবেলায় এক কোটি থেরাপিউটিক পিল ক্রয় করে। ৫.৩ বিলিয়ন ডলার ব্যয়ে এসব পিল ক্রয়ের প্রধান লক্ষ্য কোভিড-১৯ রোগের উচ্চ ঝুঁকি মোকাবেলা করা।
এদিকে বিশ্বেও অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যেতে দেখা যাচ্ছে।