ফার ইস্ট নিটিংয়ের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিংয়ের অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গত ৯ মাসে (জুলাই ১৬-মার্চ ১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে ১ টাকা ৩৫ পয়সায় দাঁড়িয়েছে। এর আগের বছর ছিল ১ টাকা ৪৯ পয়সা।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা।

৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মুল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৩৩ পয়সা।

আজকের বাজার: জাকির/ আরআর/ ২৭ এপ্রিল ২০১৭