ফিলিপাইনে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএসের এক বিবৃতিতে বলা হয়, ‘এতে ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ অঞ্চলে সাম্প্রতিক ঘটা বিভিন্ন ভূমিকম্পে ভূমিধসের ঘটনা ঘটে। এতে
লোকজনকে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়।
এ ভূমিকম্পে পশ্চিম ভিসায়াসের ইলয়লো নগরীর বাসিন্দারা আতংকে তাদেও ঘরবাড়ির বাইরে চলে যায়।
পুলিশ বিভাগের কর্মকর্তা কর্নেল এরিক ডাম্পেল এএফপি’কে বলেন, ‘এটি ছিল একটি শক্তিশালী ভূমিকম্প। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে।’
খবরে বলা হয়, ‘সেখানের প্রায় সকলে তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
এখন পর্যন্ত তার বাইরে অবস্থান করছেন।’
এদিকে পূর্ব ভিসায়াসের বাসিন্দারা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী হলেও এটি ছিল খুবই ক্ষণস্থায়ী।’