‘ফুটস্টেপস’-এর সাথে যুদ্ধে নামলেন তামিম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব থমকে যাওয়ায় নিম্ন আয়ের মানুষদের জীবন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। তবে সমাজের বিত্তশালীরা ঠিকই এগিয়ে আসছেন। অসহায়-দুস্থদের সহায়তা করছেন। ঠিক তেমনি করোনায় বিপদে পড়ে যাওয়া নিম্ন আয়ের মানুষদের সহায়তা করছে ‘ফুটস্টেপস’ নামের একটি দাতব্য সংস্থা। বিত্তবানদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে নিম্ন আয়ের মানুষদের জন্য খাবার সামগ্রী বিতরণ করছে সংস্থাটি। এই সংস্থার সাথে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফুটস্টেপস’ নিজেদের পেইজে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে। বিবৃতিতে ‘ফুটস্টেপস’ বলেছে, ‘আমাদের কেভিড-১৯ পুনর্বাসনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। তামিম আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব খাদ্য সংগ্রামী পরিবারগুলিতে পৌঁছাতে এবং তাদের এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন। আমরা আপনাকে এগিয়ে আসার এবং যা কিছু দান করার তাগিদ দেওয়ার জন্য অনুরোধ করি, কারণ আপনার সামান্যতম পরিমাণ দানও একটি জীবন বাঁচাতে পারে। আমরা বর্তমানে পুরো সপ্তাহে চারজনের একটি পরিবারের জন্য ৬৮০ টাকার খাদ্য প্যাকেজ সরবরাহ করছি।

সাহায্য করার মাধ্যম:

বিকাশ একাউন্ট: +৮৮০১৮৩২৩৯২৬৫৯ (ব্যক্তিগত)
অথবা ব্যাংক ট্রান্সফার শাখা
ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা

footsteps Foundation

Account number: 1501202933961001 তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান