ফেনীতে ৫ টন রাক্ষুসে মাছ জব্দ, ৪ মৎস্য আড়তের জরিমানা

ফেনী পৌর মৎস্য আড়ত হতে ৫ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে এবং বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মা মৎস্য আড়তকে ৪ হাজার টাকা এবং পদ্মা মাছের আড়ত, জননী মাছের আড়ত ও নোয়াখালী ফিশিংকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০, ৫ এর ১ ধারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিপণনের দায়ে এ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন এন্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ সংশোধিত ধারায় আফ্রিকান মাগুরের আমদানি, বিপনন ও উৎপাদন নিষিদ্ধ করে।
ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আফ্রিকান মাগুর রাক্ষুসে। এ প্রজাতির মাছ পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান শেষে উদ্ধারকৃত মাছ শহরের রাণিরহাটে বসবাসরত হিজড়া সম্প্রদায়, লালপোলের বেদেপল্লী, ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প, এতিমখানা ও ছিন্নমূল ৪৬২ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।