ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় বিমা দাবি চাইবে ফার ইস্ট নিটিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিংয়ের অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় সঠিক ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে বিমা প্রদানকারীদের কাছ থেকে বিমা দাবি চাইবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত শুক্রবার, ১২ মে কোম্পানিটির ২ নম্বর ভবনের দ্বিতীয় তলার ফিনিশিং বিভাগে আগুন লাগে। এ সময় বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল উপাদান এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ফিনিশড উপাদান, ফার্নিচার, কিছু যন্ত্রপাতিসহ বেশ কিছু কসমেটিক দ্রব্য ও মজুদ পণ্য।

এছাড়া কোম্পানিটির ওই ভবনের ৪ হাজার স্কয়ার ফিট জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এর জন্য বর্তমানে কোম্পানিটি সঠিক ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে; যা বিমা প্রদানকারিদের নিকট জমা দিবে।

আজকের বাজার:এলকে/এলকে/১৪ মে ২০১‌৭