ফ্রান্সে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানাচ্ছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফরাসি পুলিশের সহিংসতার একটি ভিডিও চিত্র প্রকাশ করে টুইটারে বলেছে, ইরান ফ্রান্সের নিরস্ত্র জনগণের বৈধ ও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলা, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানাচ্ছে

২০১৮ সালের ১৭ নভেম্বর থেকে ফরাসি সরকারের নীতির বিরুদ্ধে সেদেশের জনগণ নিয়মিত বিক্ষোভ করে আসছে। শান্তিপূর্ণ বিক্ষোভে সব সময় নিরাপত্তা বাহিনী হামলা ও সহিংসতা চালাচ্ছে। এ পর্যন্ত সহিংসতায় ১১ জন নিহত ও ১৪ হাজার মানুষ আহত অথবা বন্দি হয়েছেন।

প্রথমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অর্থনৈতিক নীতি বিশেষকরে জ্বালানি তেলের দাম এবং ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও এখন তাতে আরও কিছু নতুন দাবি যোগ হয়েছে। বিক্ষোভকারীরা চাকুরীজীবীদের অবসরে যাওয়া সংক্রান্ত নীতিমালায় সংস্কারের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন।

আজকের বাজার/লুৎফর রহমান