বগুড়ায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮১ হাজার হেক্টর জমি

জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার ৮৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ থেকে ৪ লাখ ৯৫ হাজার ৬৮২ টন আমন (চাল আকারে) উপাদনের আশাবাদ জেলা কৃষি বিভাগের।

জেলায় এ পর্যন্ত ৮০ শতাংশ জমিতে আমন রোপন শেষ হয়েছে। মাত্র ২০ শতাংশ জমিতে আামন রোপন বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপনের কাজ শেষ হবে। কোন রকম প্রকৃতিক দুর্র্যোগ না হলে এবারও জেলায় আমনের বাম্পার ফলনের আশা করেছেন জেলা কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দুলাল হোসেন জানান, গত মৌসুমে আমন চাল কম হলেও কৃষি বিভাগের দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছিল। ওই মৌসুমে জেলায় ১ লাখ ৭৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। গতবছর আমন উৎপাদন হয়েছিল ৫ লাখ ১৬ হাজার ৯৭৫ টন উৎপাদন হয়েছিল (চাল আকারে)। এবার কৃষি বিভাগের দেয়া লক্ষ্যমাত্রার অধিক আমন উৎপাদন হওয়ার আশা প্রকাশ করেছেন।

জেলার সহকারি কৃষি অফিসার ফরিদ উদ্দিন জানান, জেলায় ইতোমধ্যে জেলায় ৮০ শতাংশ জমিতে আমন রোপন শেষ হয়েছে। স্থানীয় জাতের আমন রোপন চলবে আশ্বিন মাসের মাঝামাঝি পর্যন্ত। তিনি আরো জানান, বগুড়ায় স্থানীয় জাতের আমন চাষ বিলম্ব হয়ে থাকে।

জেলার অধিকাংশ উপজেলায় আমন রোপন শেষ হয়েছে। মাত্র ২০ শতাংশ জমিতে আামন রোপন বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপনের কাজ শেষ হবে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান