বগুড়ায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন (ভটভটি) উল্টে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহত যুবক শাহীন আলম (২৮) শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মেদ আলীর পুত্র।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার শেরপুর-ধুনট সড়কের শেরপুর উপজেলার রনবীর বালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ধুনট উপজেলার হাসোখালি হাট থেকে ৭টি গরু কিনে ১০-১২ জন গরু ব্যবসায়ী (পাইকারী ব্যবসায়ী) বড় ভটভটি যোগে শেরপুর ফিরছিলেন।পথিমধ্যে একটি গরু বোঝাই ভটভটির সাথে পাল্লা দিয়ে ওভারটেক করতে গিয়ে গর্তে পড়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী (ব্যাপারী) শাহীন মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, একজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতাল ও বগুড়া শমজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।