বগুড়ায় ‘মদ্যপানে’ যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

শাজাহানপুরে শনিবার সকালে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারে দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত নূর আলম (৩২) উপজেলার সারিয়াকান্দিপাড়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মন্ডল জানান, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে নূর আলমকে হাসপাতালে নিয়ে আসা হয়। সিএনজিতে চালক ছাড়া তার সাথে আর কেউ ছিলেন না। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তার বাবা আবদুল মজিদ বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এলাকার একটি মামলাকে কেন্দ্রে করে ২৫ মার্চ থেকে সে বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ায় একটি ছাত্রাবাসে পলাতক ছিল। ২৭ মার্চ রাতেও তার সাথে আমার ফোনে কথা হয়। শনিবার সকালে লোকমুখে তার মৃত্যুর খবর পাই। ’ শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বলেন, ‘লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার অভিযোগ পরিবার করতেই পারে। তবে আমরা শুনেছি অতিরিক্ত মদ্যপান করায় নূর আলম মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান