বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠান

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিবস উপলক্ষে বাংলা একাডেমির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে , সকাল সাতটায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় নজরুল মঞ্চে ‘ বঙ্গবন্ধুর গল্প শোনো ’শীর্ষক শিশু- কিশোর অনুষ্ঠান এবং বিকেল চারটায় একই মঞ্চে একক বক্তৃতানুষ্ঠান।

বাংলা একাডেমির পক্ষ থেকে আজ বাসসকে এ সব তথ্য জানানো হয়। সকালে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো ’অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় অংশ নেবেন, কবি হাবীবুল্লাহ সিরাজী ও আবদুন নূর তুষার। সঞ্চালক থাকবেন সুভাষ সিংহ রায়।

বিকেল চারটায় একক বক্তৃতানুষ্ঠানে বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আখতারুজ্জামান।

এমআর/